গোপালগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থল। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করছেন।
ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে গোপালগঞ্জের ।
সোমবার ভোরে সদর উপজেলার হরিদাসপুর ও ডুমদিয়া এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মোটরসাইকেল গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
