স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ আগামী দুই মৌসুম খেলোয়াড় কেনাবেচায় নিষেধাজ্ঞা পেয়েছে। অল্প বয়স্ক বিদেশি খেলোয়াড় নিবন্ধনে অনিয়ম করায় জানুয়ারিতে তাদের ওপর এই দেয় বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা- ফিফা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্লাব দুটি আবেদন করলেও সেটা খারিজ করে দিয়েছে ফিফা। এতে ‘ফরাসি’ হিসেবে চলতি মৌসুমে রিয়ালের হয়ে খেলতে পারবেন না জিদানের পুত্র এনজো ফারনানদেজ। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখালেন রিয়ালের কোচ। ফিফার এমন নিষেধাজ্ঞার ব্যাপারে আগেই মন্তব্য করেছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। এক মৌসুম আগে বার্সেলোনাও এমন নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। এনরিকে বলেন, ‘এমন সব নিষেধাজ্ঞা-ই বিব্রতকর’। আর এবার এ ব্যাপারে কথা বললেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। জিদানের বড় পুত্র এনজো ফারনানদেজের এবার রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে খেলার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারবেন না। বাবার কারণে এনজোকে ‘ফরাসি’ হিসেবে বিবেচনা করেছে ফিফা। বিষয়টিকে জিদান ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছেন। বলেন, ‘ফিফার এই নিষেধাজ্ঞা খুবই হাস্যকর। এই শাস্তির কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। আমার ছেলেরা এখানেই (স্পেন) জন্মগ্রহণ করেছে। এখানেই বেড়ে উঠেছে। জীবনের পুরোটাই তাদের এখানে। কিন্তু তারা এখানে ফুটবল খেলতে পারবে না- এটা খুবই হাস্যকর।’ এই নিষেধাজ্ঞার ফলে রিয়ালের দল নিয়ে মোটেও চিন্তিত নন জিদান। বলেন, ‘দল নিয়ে আমি খুবই খুশি। দলের খেলোয়াড়রাও খুশি। আমাদের দলে আগামী দুই-তিন বছর কোনো খেলোয়াড় না ভেড়ালেও কোনো সমস্যা হবে না। বর্তমান দলই যথেষ্ঠ।’ দল নিয়ে চিন্তা না করলেও পুত্রকে নিয়ে চিন্তিত জিদান। বলেন, ‘এই নিষেধাজ্ঞার পর (এনজোর খেলতে না পারা) আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। তবে আশা করছি খুব শিগগিরই এর একটা সুরাহা হবে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031