মাদার বলিউডের সিজলিং মডেল থেকে হয়ে গিয়েছিলেন । বলেছিলেন, হেয়ার কালার, মেকআপ, কোনোরকম ফ্যাশন ছাড়াই সুন্দর তিনি। তাই এবার থেকে এগুলিকে সম্পূর্ণভাবে বর্জন করবেন সোফিয়া হায়াত।

এ ছাড়া আধ্যাত্মিক জীবনের দিকে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে বলেছিলেন আর কখনও সেক্স করবেন না এবং গর্ভবতীও হবেন না। কিন্তু, এবার কী আবার গ্ল্যামার জগতের দিকে এগোতে চাইছেন সোফিয়া।

সম্প্রতি তাঁর পোস্ট করা একটা ভিডিও এই প্রশ্নই তুলেছে সকলের মনে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “NAMASTE. I AM GAIA SOFIA… you think you know who I am. Here is the truth.” এ ছাড়া ভিডিওর শুরুতেই নিজের পরিচয় দিয়েছেন ঠিক এইভাবেই। ভিডিওতে বিভিন্ন পোশাকে, বিভিন্ন চেহারায় দেখা গেছে তাঁকে।

তার মধ্যে একটিতে ব্রা পরেও ছবি তুলেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন মাদার সোফিয়া নিজেই।

তবে মাদার হওয়ার পর থেকে তাঁকে বোল্ড ইমেজে দেখা যায়নি। তাই সোফিয়ার এই বোল্ড চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031