পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এর প্রভাবে গলছে হিমবাহ। বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এর ভয়াবহ এক প্রভাব পড়বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর উপকূলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এসব অঞ্চলের কমপক্ষে ১৩ লাখ মানুষ ২০৫০ সালের মধ্যে এলাকা ছেড়ে দেশের অন্যান্য স্থানে ‘অভিবাসী’ হবে বা স্থানান্তরিত হবে। গণহারে এসব মানুষ উপকূল ছেড়ে আসতে পারেন। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নে প্রকাশিত নতুন এক গবেষণায় এসব কথা বলা হয়েছে। নতুন গাণিতিক মডেল ব্যবহার করে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এই গবেষণাপত্রের সহ-লেখক মৌরিজিও পরফিরি বুধবার রয়টার্সকে বলেছেন, আমাদের এই গবেষণাপত্র শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তাৎক্ষণিকভাবে যারা বাস্তুচ্যুত হবেন তাদের বিষয়টিই অনুধাবনে সহায়ক নয়। একই সঙ্গে এটা জানিয়ে দেয়া হচ্ছে যে, এসব মানুষ সারাদেশে অভিবাসী হিসেবে ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেন, এই মডেল প্রাথমিকভাবে আপনাকে এটাই বলবে যে, প্রথমে অভিবাসীদের জন্য গন্তব্য হবে ঢাকা। কিন্তু শেষ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে যে, ঢাকা অত্যধিক জনবসতিপূর্ণ হয়ে উঠছে। ফলে মানুষ সর্বত্র ছড়িয়ে পড়বে। সব জায়গায় অভিবাসীদের অংশবিশেষ ছড়িয়ে থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ কমপক্ষে ১৬ কোটি মানুষের একটি নিম্নভূমির দেশ। বেশির ভাগ ক্ষেত্রেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, চরমভাবাপন্ন ঘূর্ণিঝড় থেকে শুরু করে বন্যার ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। গত বছর বাংলাদেশ এমন এক বন্যা দেখেছে যা অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যমান ছিল। এ ছাড়া বিশেষজ্ঞদের আশঙ্কা করোনা ভাইরাস মহামারিতে বহু মানুষ চাকরি হারিয়েছেন। এতে অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে।
ওই গবেষণার লেখকরা বলেছেন, তারা যে মডেল দাঁড় করিয়েছেন তাতে পরিবেশগত দুর্যোগ- খরা থেকে দাবানল, ভূমিকম্পের মতো যেকোন দুর্যোগে অভিবাসীদের প্রবণতা কি হতে পারে তা নিরূপণে ব্যবহৃত হতে পারে। ইতালির ইউনিভার্সিটি অব নেপলস ফেডেরিকো দ্বিতীয়-এর প্রকৌশলী ও এই গবেষণার শীর্ষ লেখক পিয়েত্রো ডে লিলিস বলেন, আমাদের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম হলো গাণিতিক মডেল। ঢাকাভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক বলেন, এই গবেষণায় মানব জাতির আচরণগত জটিল বিষয়গুলো ফুটে উঠেছে, যার সঙ্গে ব্যাপক হারে অভিবাসী প্রক্রিয়াকে সামাল দেয়ার সিদ্ধান্ত জড়িত। ঢাকা ছাড়াও আমাদের দেশে যেসব শহর আছে সেগুলোকে প্রস্তুত করতে হবে ভবিষ্যতের এসব জলবায়ু বিষয়ক অভিবাসীদের গ্রহণের জন্য।
