বেপরোয়া মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে খাগড়াছড়ির মানিকছড়িতে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মানিকছড়ি উপজেলার আমতলা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. আরিফ (২৭) ও মহিদুল ইসলাম (৩৮)। আহত জামালও একই এলাকার বাসিন্দা।
মানিকছড়ি থানার ওসি মাইনুদ্দিন জানান, চট্টগ্রামগামী একটি বাস আমতলা এলাকায় মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী মহিদুল ও আরিফ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলের অন্য আরোহী জামালও আহত হলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।
