ময়মনসিংহ : আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৫৫) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। এদের বাড়ি ভালুকা উপজেলার কাঠালি গ্রামে। নিহত স্বামী-স্ত্রী ভালুকা মডেল থানায় পুলিশের রান্নার কাজ করতেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো সকালে স্বামী-স্ত্রী বাসা থেকে বের হয়ে থানায় আসছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে চাপা দেয়। এতে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
